সিলেট ৫ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ | ৮ই রবিউস-সানি, ১৪৪১ হিজরী
প্রকাশিত: 1:31 AM, September 11, 2019
কুড়িগ্রামে সুপারী গাছ বৈদ্যুতিক পড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু কুড়িগ্রাম প্রতিনিধি,২ সোমবার দুপুরে কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।দুপুর পৌনে দুইটার দিকে শহরের চরুয়াপাড়ায় মনিরের বাড়িতে কাজ করার সময় সুপারীগাছ বৈদ্যুতিক তারে লাগলে এ দূর্ঘটনা ঘটে।দূর্ঘটনায় মৃতরা হলেন আব্দুর রহমান (৪৩) ও আব্দুল খালেক (৪৫)। জানা গেছে,দূর্ঘটনায় মৃত আব্দুল খালেক চরুয়াপাড়ার পার্শবর্তী এলাকা করিমের খামার গ্রামের আবেদ আলীর ছেলে এবং আব্দুর রহমান মোগলবাসা ইউনিয়নের চরভোলাকাপা গ্রামের উমর আলীর ছেলে। সুপারী গাছ তুলে অন্যত্র স্থাপনের কাজে শহরের চড়ুয়াপাড়ায় মনিরের বাড়িতে আসেন তারা দুইজন।সেখানে সুপারীর গাছ তুলে অন্যত্র সড়ানোর সময় গাছ হেলে পাশে থাকা ১১হাজার ভোল্টেজের লাইনে গিয়ে পড়ে।এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান আব্দুল খালেক ও আব্দুর রহমান। এ ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া দেখে তাদেরকে ওই বাড়ির এক মহিলা উদ্ধারের চেষ্টা করলে সেও গুরুত্বর আহত হয়। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Design and developed by Ahmed Shaheen